জাতীয় স্মৃতিসৌধে জাসদের শ্রদ্ধা
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শনিবার (২৬ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সূর্য সন্তানদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ সফলতার সঙ্গে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। আমি মনে করি, যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেভাবে সামনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সুশাসনের বাংলাদেশ গড়তে হবে। আর সুশাসনের বাংলাদেশ গড়তে হলে আমাদের কঠোরভাবে দলবাজির সমস্যা, দুর্নীতির সমস্যা মোকাবিলা করতে হবে। একইসঙ্গে বৈষম্য ও দারিদ্র্যের সমস্যাও মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। আমি মনে করি বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমাজতান্ত্রিক অর্থনীতির পথই অবলম্বন করা দরকার, সুশাসনের পথই অনুসরণ করা দরকার। এ সময় অভিনেতা নাদের আলী খানসহ জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহিদুল মাহিদ/এসপি