সাভারে মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় মদপানে অসুস্থ হয়ে আব্দুল্লাহ আল মুনসুর আরমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মার্চ) ভোর ৬টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আব্দুল্লাহ আল মুনসুর আরমান জামালপুর সদর উপজেলার নান্দিনার বাসিন্দা। তিনি নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ক্লাসও নিতেন। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় চাচাতো ভাই আবুল কাশেমের বাসায় বেড়াতে এসেছিলেন।
আবুল কাশেমের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে আব্দুল্লাহ আল মুনসুর কাঠগড়া সরকারবাড়ি এলাকায় কাশেমের বাসায় বেড়াতে আসেন। গভীর রাতে তারা শখের বসে মদপান করেন। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, আমি খুব ক্লান্ত। এছাড়া হাসপাতালের কাগজপত্র সংগ্রহ করছি। এ বিষয়ে পরে কথা বলব।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা বলেন, এ ধরনের একজন রোগী রাত ৩টার পরে এসেছিলেন। তবে তিনি হাসপাতালে আসার আগেই মারা যান।
সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তিনি গতরাতে মদপান করে অসুস্থ হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মাহিদুল মাহিদ/আরএআর