সেই ব্যাংক কর্মকর্তা কুকুরের কামড়ে আহত
ফরিদপুরের নগরকান্দায় ব্যাংকের মধ্যে নেচে ভাইরাল হওয়া সেই ব্যাংক কর্মকর্তা নলিনী রঞ্জন বিশ্বাস কুকুরের কামড়ে আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে নগরকান্দা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের গাঙ্গজগদিয়া মহল্লার এম এন একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
নলিনী রঞ্জন বিশ্বাস নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রামের ঠাকুর দাস বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি নগরকান্দা পৌর শহরের কলেজ বালিয়া এলাকায় বসবাস করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।
আহত নলিনী কুমার বিশ্বাস বলেন, আমি নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করি। সম্প্রতি এই এলাকায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আজ সকালে বাসা থেকে নগরকান্দা বাজারে যাওয়ার পথে এম এম একাডেমি স্কুলের মাঠের উত্তর প্রান্তে একটি পাগলা কুকুর আমার বাম পায়ে কামড় দেয়। পরে হাত দিয়ে ছাড়াতে গেলে হাতেও কামড় দেয়। এ সময় আমার প্রতিবেশী নগরকান্দা বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফাকেও একই জায়গা থেকে কুকুর কামড় দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মহল্লাগুলোতে কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে নগরকান্দা সদর বাজার, থানা, স্কুল, ব্যাংক, প্রেসক্লাব, উপজেলা পরিষদ ভবনসহ গুরুত্বপূর্ণ আবাসিক ভবন। কুকুরের ভয়ে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীকে আতঙ্কে চলাচল করতে হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নলিনী রঞ্জন বিশ্বাস দুই ছেলে ও এক মেয়ের বাবা। তার বড় ছেলে মৃণাল কান্তি বিশ্বাস বর্তমানে পটুয়াখালীতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। তার মেয়ে সজ্জিতা বিশ্বাস ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছোট ছেলে মলয় কান্তি বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দ্বিতীয় দ্বিতীয় বর্ষের ছাত্র।
নলীনি রঞ্জন বিশ্বাসের ছোট ছেলে মলয় কান্তি বিশ্বাস বলেন, বাবার দুই পা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি কামড় দিয়েছে পাগলা কুকুর। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাবা এখন বাসায় বিশ্রামে রয়েছেন।
এ ব্যাপারে নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া বলেন,সম্প্রতি নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে আমি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে পৌর মেয়রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার (৯ মার্চ) রাত ১০টার দিকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ফরিদপুরের নগরকান্দা উপজেলা শাখায় একটি ভারতীয় গানের তালে নাচেন নলীনি রঞ্জন বিশ্বাস। নাচের ভিডিওটি প্রথমে শফিক খান নামে ওই ব্যাংকের এক কর্মচারীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। গত কয়েক দিনে যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ এমনকি জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবেও।
নলীনি বিশ্বাস এক মাস আগে অবসরে গেলেও ব্যাংকের জনবল সংকট থাকায় চুক্তিভিত্তিক সম্মানির ভিত্তিতে নিয়মিত সেখানে কাজ করেন।
জহির হোসেন/আরএআর