কৃষক সেজে হত্যা মামলার আসামি ধরল পুলিশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষকের বেশে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ মার্চ) বিকেলে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলমগীর হোসেন (৪০) কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বিচ্ছিন্ন গ্রাম চর বালুয়ার ছাবের মাঝির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন। তিনি বলেন, চর বালুয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২০ সালে সৌরভ হোসেন সৌরভকে (৪২) গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেন নিহতের পরিবার। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আলমগীর হোসেন ওয়ারেন্টভুক্ত হয়। তিনি দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, কৃষকের ছদ্মবেশে উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইউসুফসহ তিন পুলিশ সদস্য চর বালুয়ার একটি ধানক্ষেতে কাজ করার সময় আলমগীরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্ট মুলতবি রয়েছে। সোমবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
হাসিব আল আমিন/এসপি