মাটি-বালু-ইটের গুঁড়া দিয়ে সার তৈরি, কারখানা সিলগালা
রাজবাড়ীর পাংশায় একটি নকল সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর এলাকার বঙ্গবন্ধু নতুন বাজারে কামরুল হাসানের কারখানায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, গত তিন-চার মাস ধরে কারখানার মালিক কামরুল হাসান বাজারে কয়েকটি ঘর ভাড়া নিয়ে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ওষুধ কোম্পানির মোরক নকল করে, মাটি, বালু, ইটের গুঁড়া বা কুচি পাথরের সঙ্গে রংসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে সার ও কীটনাশক তৈরি করে অবৈধভাবে বাজারজাত করে আসছিলেন।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাজারে নকল সার তৈরির কারখানা আছে। আমরা সরেজমিনে এসে দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের সার ও কীটনাশক কোম্পানির মোরক নকল করে অবৈধভাবে বাজারজাত করে আসছিল। এ সমস্ত সার ও কীটনাশক খেত-খামারে দিলে ফসলাদির ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমরা প্রাথমিকভাবে কারখানাটি সিলগালা করে দিয়েছি। আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী এ বিষয়ে জোরালো ব্যবস্থা নেবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন বলেন, এখানে সম্পূর্ণ অবৈধভাবে ভেজাল সার ও কীটনাশক তৈরি হচ্ছিল। কারখানার সঙ্গে সম্পৃক্ত কাউকে পাইনি, সবাই পালিয়েছে। তবে এই কাজে ব্যবহৃত মেশিন ও কিছু নকল মোড়ক জব্দ করা হয়েছে। তাই প্রাথমিকভাবে কারখানাটি সিলগালা করে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন আগামীকাল যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মীর সামসুজ্জামান/আরএআর