যাবজ্জীবন সাজা এড়াতে ১৬ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা এড়াতে ১৬ বছর ধরে পলাতক ছিলেন মো. মাহফুজ (৫০) নামে এক ব্যক্তি। তবে কয়েক দিনের চেষ্টায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার মো. মাহফুজ বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের হরিভল্লবপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ২০০৬ সালের একটি হত্যা মামলায় মো. মাহফুজের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজা এড়াতে তিনি ১৬ বছর পলাতক ছিলেন। শুক্রবার (১১ মার্চ) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
হাসিব আল আমিন/আরএআর