বান্দরবানে হাতির আক্রমণে দিনমজুর নিহত
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে গাছ টানতে আনা পালিত হাতির আক্রমণে আনিসুর রহমান (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের দুর্গম চুমপুং মুরুং হেডম্যান পাড়ার মো. ওমর ফারুক বাবুলের খামারে এ ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার মৃত মো. আলী মুন্সির ছেলে।
খামারের মালিক ওমর ফারুক বাবুল বলেন, আমার রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চুমপুং মুরুং হেডম্যান পাড়ায় কৃষি খামার রয়েছে। আনিসুর রহমান আমার খামারে মাসিক চুক্তিতে কাজ করতো। শুক্রবার বিকেলে ক্ষেতে তামাক পাতা আনতে গেলে মালেক কোম্পানি ও চুমপুং হেডম্যান পাড়ার মাংপা মুরুংয়ের গাছ টানতে আনা পালিত হাতি আক্রমণ চালিয়ে আনিসুর রহমানকে মেরে ফেলে। তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে আশপাশের লোকজন আমার বাড়ির উঠানে রেখেছে। পালিত হাতির পালটি এখনো আমার খামার বাড়ির চারপাশে ঘিরে রেখেছে। ঘরে আমার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানরা রয়েছে।
নাইক্ষ্যংমুখ ও চুমপুংপাড়া এলাকার বাসিন্দারা বলেন, গাছ টানতে আনা পালিত হাতির পালটি গত কয়েক মাস ধরে এলাকায় তাণ্ডব চালাচ্ছে। হাতির পালের সঙ্গে মালিকের পরিচালক নেই। তারা কাজ শেষে হাতিগুলোকে কোনো খাবার না দিয়ে ছেড়ে দেয়। তখন হাতিগুলো মানুষের ঘরবাড়ি, খেত-খামার ও বাগান নষ্ট করে। বিষয়টি আমরা ইউপি চেয়ারম্যান ও বন বিভাগকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। শত শত মানুষের ঘরবাড়ি, খেত-খামার ও বাগান নষ্ট করেছে হাতিগুলো।
স্থানীয়রা বলেন, এই পালিত হাতির পালে ৮/১০টি হাতি আছে। এসব হাতি দিয়ে নির্বিচারে গাছ কাটা ও পরিবহন করানো হয়। প্রশাসন বিষয়টি জেনেও কেন চুপ আমরা জানি না।
এ বিষয়ে জানতে হাতির মালিক মালেক কোম্পানিকে অনেকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
রূপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, নিহতের বাড়ি রংপুরে খবর দেওয়া হয়েছে। এছাড়া লামা থানা ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। হাতির মালিককে অনেকবার বললেও তিনি হাতি নিয়ে যাননি।
রিজভী রাহাত/আরএআর