মেয়রের সামনেই সংঘর্ষে জড়াল অনুসারী ২ পক্ষ
![মেয়রের সামনেই সংঘর্ষে জড়াল অনুসারী ২ পক্ষ](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022January/barisal-20220226084516.jpg)
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সামনেই সংঘর্ষে জড়িয়েছে নেতাকর্মীরা। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর নথুল্লাবাদে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, বাস টার্মিনালে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। সেখানে পুলিশ দায়িত্ব পালন করছে। তবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাসশ্রমিক রবিউল ইসলাম জানান, জেলা বাস মালিক গ্রুপের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বরিশাল সিটি করপোরেশনের মেয়র টার্মিনালে এসে পৌছার কিছুক্ষণ পরই ট্রাক শ্রমিক নেতা ও কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা মেয়র সাদিককে শুভেচ্ছা জানাতে বিশাল মিছিল নিয়ে টার্মিনাল ভবনের প্রবেশের চেষ্টা করে। ভবনের প্রবেশ মুখে থাকা নেতাকর্মীরা লিটন মোল্লাকে আটকে দেয়। এ নিয়ে মেয়র অনুসারীদের সঙ্গে লিটন মোল্লা ও তার অনুসারীদের হাতাহাতি হয়।
আরেক শ্রমিক কাওছার হোসেন বলেন, হাতাহাতির খবর শুনে মেয়র নিচে নেমে লিটন মোল্লাকে ধাক্কা দিয়ে টার্মিনাল ভবনের বাইরে বের করে দেন। এ সময় মেয়রের অনুসারীদের সঙ্গে লিটন মোল্লার অনুসারীদের মারামারি হয়। এতে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু, লিটন মোল্লা, তার অনুসারী রাইসুলসহ বেশ কয়েকজন আহত হয়। পরে মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়।
কামাল হোসেন লিটন মোল্লার অনুসারী জগলুল হায়দার জানান, উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা কোনো কিছুতে বাধা দেইনি। মেয়র মহোদয়কে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, অনুষ্ঠান শুরুর আগে সামান্য বিশৃঙ্খলা হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত হয়েছে।
প্রসঙ্গত, গোলাম মাসরেক বাবলুকে সভাপতি ও কিশোর কুমার দেকে সভাপতি করে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে এই কমিটিকে শপথ বাক্য পাঠ করান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
সৈয়দ মেহেদী হাসান/এসপি