ভিসির পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে তারা মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করে মৌন মিছিল করেছেন।
মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চেতনা-৭১ এর সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং ভিসির পদত্যাগের আন্দোলন চলাকালীন বিভিন্ন কর্মসূচি নিয়ে গোলচত্বরে ডকুমেন্টারি প্রর্দশনের আয়োজন করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সুদীপ্ত ভাস্কর বলেন, আমাদের দাবি মেনে নেওয়া হবে এমন আশ্বাসের পর ২৬ জানুয়ারি থেকে আমরা অনশন-অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছি। কিন্তু ভিসির পদত্যাগের সুস্পষ্ট ঘোষণা না আসার আগ পর্যন্ত সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমাদের আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে মাননীয় শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই আমরা তাকে আবারও ক্যাম্পাসে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
মাসুদ আহমদ রনি/এসপি