শাবি ভিসির পদত্যাগ দাবিতে জাবিতে মশাল মিছিল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ এবং জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা ও পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছেন ছাত্রীরা।
শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে অর্থনীতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সাইমুম মৌসুমি বৃষ্টি বলেন, মেয়েদের সামলাতে না পারলে সমাজ নষ্ট হয়ে যাবে এমন ভ্রান্ত ধারণার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যারা এমন ধারণা পোষণ করেন তাদের সবার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এটা শুধুমাত্র শাবিপ্রবির ভিসির বিরুদ্ধে নয়।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, শাবিপ্রবির ভিসির এই ধরনের বক্তব্য মেনে নেওয়া যায় না। আমরা তার পদত্যাগ চাই। এখানে পুরুষতান্ত্রিকতার জায়গা নাই। এটা প্রগতিশীলদের জায়গা। মেয়েদের প্রতি যারা এই ধরনের পুরুষত্ব দেখায় তাদের প্রতি ঘৃণা।
অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, আমরা সবসময় অন্যায় নিপীড়নের বিরুদ্ধে কথা বলব এবং শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে আমরা সংহতি পোষণ করি। বিয়ে করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে আসিনি। এটা জ্ঞানার্জনের জায়গা। বিশ্ববিদ্যালয় নিজেকে বিবাহযোগ্য হিসেবে গড়ে তোলার জায়গা নয়।
উল্লেখ্য, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করেন। যেখানে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বিয়ে করতে চায় না’ বলে মন্তব্য করেন তিনি। শাবি উপাচার্যের এ বক্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন জাবি শিক্ষার্থীরা।
আলকামা/এমএসআর