কাওয়ালি আসরে হামলা : ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্তের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত কাওয়ালি গানের আসরে হামলায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বিজ্ঞাপন
হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক মিছিল শেষে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রক্টর অফিসের সামনে এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় ঢাবি ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে অনেককে আহত করেছে এবং প্রোগ্রামটা বানচাল করেছে। টিএসসি আমাদের ঐতিহ্য ও গণতান্ত্রিক স্থান। এ জায়গায় যেভাবে হামলা করে প্রোগ্রামকে বানচাল করল, তা সত্যিকার্থে আমাদের আশঙ্কার কারণ। এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ দিনের পর দিন হামলা করেছে, প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় তাদের অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোনো নিরাপত্তা নেই।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রক্টর স্যারের কাছে দাবি জানাচ্ছি, ছাত্রলীগের যে সন্ত্রাসীরা টিএসসিতে হামলা চালিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় আমরা ধরে নেব বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। একদিকে যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, তখন এই প্রশাসনের বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে।
ঢাবি ছাত্র ফ্রন্ট নেতা সাদিকুল ইসলাম বলেন, এ বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন ক্ষমতাসীন ছাত্ররা হামলা করছে, জুলুম করছে; কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। তাই তাদের জুলুম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রক্টর স্যারের কাছে দাবি জানাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
বিজ্ঞাপন
হামলার পরপরই টিএসসি থেকে মিছিল বের করে সংগঠনটি। প্রক্টরকে ঘিরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিস পর্যন্ত যায়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে কাওয়ালি অনুষ্ঠানের হামলার অভিযোগ করেন আয়োজকরা। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন; চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে।
এইচআর/আরএইচ