ন্যায়বিচারের আশায় বেঁচে আছি : এলমার বাবা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে আমাদের পাশে আছেন। তারা ন্যায়বিচারের আশা দিয়ে যাচ্ছেন। এই আশাতেই বেঁচে আছি; নইলে কবেই মারা যেতাম।
সোমবার (২০ ডিসেম্বর) ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এলমা হত্যায় জড়িতদের বিচার দাবিতে ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আসামিরা প্রভাবশালী, তারা বিচার প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, আমার মেয়ের হত্যাকারীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। একজন সন্তানহারা বাবার আবেদন, দয়া করে আমার প্রতি সহানুভূতিশীল হবেন।’
এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি আমার মেয়ে হত্যার বিচার চাই, বিচার চাই, জড়িতদের ফাঁসি চাই।’
মানববন্ধনে ধামরাই স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা একে ইসলাম আরিফ বলেন, `এলমার ওপর নির্যাতন করা হয়েছে। অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির অনুরোধ জানাচ্ছি। আর কোনো শিক্ষার্থী যেন এভাবে মারা না যায়। ঢাবি প্রশাসনকে আহ্বান জানাব, আপনারা বিচার প্রক্রিয়ায় নজরদারি করবেন। যাতে অপরাধীরা পার পেয়ে না যায়।'
ধামরাই স্টুডেন্ট ফোরামের সভাপতি অসীম কুমার বিশ্বাস বলেন, `কীভাবে একজন হত্যাকারীকে মানসিক রোগী বলে পার পাইয়ে দেওয়া হয়। এমন নজির কোথাও নেই। এলমাকে তিন দিন লাগাতার নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমরা এর নিরপেক্ষ বিচার দাবি করছি।'
এইচআর/ওএফ/জেএস