‘চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের তৈরি থাকতে হবে’
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের তৈরি হতে হবে। শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনই নয় বরং বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে আইসিটি এবং তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেয়ালিকা ও ছবি গ্যালারির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হয়ত আরও আগেই এটি সম্ভব হতো। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা বীর শহীদদের রক্তের সুফল আমরা ভোগ করছি। তাই তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেটি বাস্তবায়ন করতে বর্তমান প্রজন্মকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত ইতিহাস জানতে হবে। বর্তমান প্রজন্ম ইতিহাস সম্পর্কিত বই পাঠে আগ্রহী নয়। তাদের মাঝে দেশপ্রেম, বই পড়ার অনুভূতি জাগ্রত করতে হবে। আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ। যার নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম।
এছাড়া বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে জানাতে আগামীতেও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে বলে জানান প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরিফা সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সালমা বেগম, ড. ইরম জাহান, ফারিয়া সুলতানা, হাসরাত আহমেদ, তাহমিনা জেরিন, তহুরা খাতুন, সাবিনা রহমান সহকারী অধ্যাপক নাসরীন জাহান, লুনা শারমিন, রুনা শারমিন, মাহমুদা খাতুন, প্রভাষক শামসুন নাহার, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
আরএইচটি/এসকেডি