রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবি অধ্যাপক শাহ আজম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন-২০১৬ এর ১০ (১) ধারা অনুসারে আগামী ৪ বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিয়োগপত্রে বলা হয়, মেয়াদ চার বছর হলেও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে এর আগেও এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।
অধ্যাপক শাহ আজম ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে প্রভাষক পদে যোগ দেন এবং ২০১৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৮৮ সালে রাবির মার্কেটিং বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৯ সালে মাস্টার্স পাস করেন। বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে ২০০৬ সালে এমফিল এবং অস্ট্রেলিয়ার কর্টিন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন নির্বাচিত হন। এর আগে ২০১৬ সালে তিনি রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম, গোল্ড বাংলাদেশ, আরইউমুনাসহ বেশকিছু সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি।
মেশকাত মিশু/এমএসআর