শিক্ষার্থীদের ৯ দফা দাবি সমাধানের আশ্বাস হাবিপ্রবি প্রশাসনের
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৭তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাধবীর অপমৃত্যু হয়েছে কি না তা সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করা, মেস মালিকদের সঙ্গে আলোচনা করে মেসের বছর ভিত্তিক চুক্তি বাতিল করা, মেসের ভাড়া প্রতি সিটের বিপরীতে ৫০০ টাকার বেশি নির্ধারণ না করাসহ সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে হাবিপ্রবি প্রশাসন।
রোববার (২১ নভেম্বর) দুপুর ৩টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদকে নয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। এ সময় প্রক্টর মেস মালিক সমিতি এবং দিনাজপুর জেলা প্রশাসনের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
এর আগে গত ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) হাবিপ্রবি সংলগ্ন একটি ছাত্রীনিবাসে মাধবী নামের এক শিক্ষার্থীর ‘আত্মহত্যার’ ঘটনায় ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা নয় দফা দাবিতে আন্দোলন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন।
এইচকে