ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর
গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্বদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৪০ আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ১ হাজার ৩১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। একটি আসনের বিপরীতে লড়বেন ৫ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ৭ অক্টোবর থেকে ‘ডি’ ইউনিটের আবেদন শুরু হয়ে ২০ অক্টোবর আবেদন শেষ হয়। এরপর গত ২৮ অক্টোবর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন শুরু হয়। পরীক্ষার দিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রবেশপত্র উত্তোলন করা যাবে বলে জানানো হয়।
এদিকে গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৫ শতাংশ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। ‘সি’ ইউনিটের এই পরীক্ষা অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রথমবারের মতো ২১টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে একযোগে সম্পন্ন হয়েছে।
রাকিব হোসেন/আরআই