পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনে বিড়ম্বনায় ভর্তিচ্ছুরা
ইসলামী বিশ্বদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ নভেম্বর (মঙ্গলবার)। ইতোমধ্যে এই ইউনিটের প্রবেশপত্র উত্তোলন শুরু হয়েছে। যা তোলা যাবে পরীক্ষার দিন সকাল পর্যন্ত। তবে এ প্রবেশপত্র উত্তোলনে বিড়ম্বনায় পড়েছেন ভর্তিচ্ছুরা।
এবার ‘ডি’ ইউনিটে মোট ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩১৩ জন ভর্তিচ্ছু। ২৮ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে এই ইউনিটের প্রবেশপত্র উত্তোলনে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভর্তিচ্ছুদের। অন্যবারের থেকে এবারে দ্বিগুণ মূল্যে আবেদন ফি জমা দিলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ ভর্তিচ্ছুদের।
ভর্তিচ্ছুদের অভিযোগ, প্রবেশপত্র উত্তোলনের ক্ষেত্রে পাসওয়ার্ড রিকোভারির কোনো অপশন নেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। অথচ প্রথমসারির অন্য বিশ্ববিদ্যালয়ে এ অপশন আছে। কোনো শিক্ষার্থীর পাসওয়ার্ড হারিয়ে গেলে এক্ষেত্রে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। এদিকে একই আবেদনে প্রবেশপত্র উত্তোলনের সময় পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে ওয়েবসাইট। পরে অভিযোগ বক্সে অভিযোগ দেওয়ার পরে নতুন পাসওয়ার্ডও ভুল দেখাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভর্তিচ্ছু অভিযোগ করেন, আমার প্রবেশপত্র উত্তোলনের সময় নিজ ফোন নাম্বারে আসা এসএমএসের পাসওয়ার্ড ভুল দেখায়। পরে অভিযোগ বক্সে অভিযোগ করার পরেও ভুল দেখায়। এভাবে দুই-তিনবার পাসওয়ার্ড আসার পরে তৃতীয়বারের পাসওয়ার্ড সঠিক আসে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার হাফিজুর রহমান বলেন, আমরা তো মানুষ ভুল হতেই পারে। ১০০ জনে হয়তো ২-৫টা ভুল হয়ে যাচ্ছে। অনেকসময় মেসেজ সেন্ট হয় না হয়তো অথবা অন্যের কপিকৃত পাসওয়ার্ড পেস্ট হয়ে যাচ্ছে। তবে আমরা যতদ্রুত সম্ভব সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি।
রাকিব হোসেন/এমএসআর