‘অতিমারি থেকে উত্তরণ ও শিক্ষার টেকসই উন্নয়ন’ কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কলা অনুষদের উদ্যোগে ‘অতিমারি থেকে উত্তরণ ও শিক্ষার টেকসই উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলা অনুষদের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, অতিমারি থেকে উত্তরণ ও শিক্ষার টেকসই উন্নয়ন পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। অতিমারিতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কাটাতে এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে লস রিকভারি প্ল্যান বাস্তবায়নের কর্মকৌশল নির্ধারণ করতে হবে।
উপাচার্য আরও বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষার টেকসই উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে ।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির বক্তব্য রাখেন।
এইচআর/আরএইচ