ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ঢাবি ছাত্রলীগের অভিযান
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসকে সবুজ, সুন্দর ও নির্মল রাখতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ছাত্রলীগ। একইসঙ্গে আগামীকাল (শুক্রবার) থেকে প্রত্যেক হলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ঘোষণাও দেন ঢাবি ছাত্রলীগ নেতারা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন, সমাজবিজ্ঞান চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতা অভিযানে ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর আগে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন তারা। এতে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এ সময় আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরাই পারি আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে’ স্লোগান নিয়ে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে হলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।’ এ সময় তিনি নেতাকর্মীদের ছবির রাজনীতি না করে সুন্দরভাবে পরিচ্ছন্নতা অভিযান সফল করার আহ্বান জানান।
গণরুম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল নাহিয়ান খান জয় বলেন, সকল শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা বাংলাদেশ ছাত্রলীগের দাবি। আমরা কোনোভাবে গণরুম চাই না। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর হলে থাকার বৈধতা পায় না৷ প্রশাসনের সঙ্গে কথা বলে বাংলাদেশ ছাত্রলীগ তাদের একটি রুমে রাখার ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে একটা একটা করে হল করে দিচ্ছেন। আশা করছি আগামীতে আর কোনো গণরুম থাকবে না। তার জন্য আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আজ যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক হলের নেতাকর্মীরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে। মহামারি মোকাবিলা করে দীর্ঘদিন পর আমরা আবার ক্যাম্পাসে ফিরেছি। নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বরাবরের মতো ছাত্রলীগ বিভিন্ন অপশক্তি ও দুর্যোগ মোকাবিলায় অবদান রেখেছে তা প্রমাণ করব।
এইচআর/এসকেডি