উৎসবমুখর পরিবেশে জবিতে সশরীরে পরীক্ষা শুরু
উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন এবং পরীক্ষা চলাকালীন সময়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
পরীক্ষা পরিদর্শনের সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, প্রক্টর এবং সহকারী প্রক্টরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এমটি/জেডএস