রাবিতে ভর্তিচ্ছু ছাত্রীরা থাকতে পারবেন আবাসিক হলে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রী ও অবিভাবকদের আবাসিক হলে থাকার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের হলগুলোতে সংস্কার কাজ চলছে। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমরা হলগুলো পরিদর্শন করেছি। মেয়েদের আবাসিক হলগুলোর কমন স্পেসগুলোতে আমরা নারী ভর্তিচ্ছু ও অবিভাবকদের থাকার ব্যবস্থা করব। এ লক্ষ্যে আমরা হলগুলো পরিচ্ছন্নকরণের উদ্যোগ নিয়েছি। আশা করছি ৩ অক্টোবর থেকেই আমরা মেয়েদের হলগুলোতে নারী ভর্তিচ্ছুদের রিসিভ করতে পারবো।
উল্লেখ্য, আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর রাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ১ লাখ ২৮ হাজার শিক্ষার্থী। এ সময় পরীক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থাকবেন আরও প্রায় ৮০ হাজারো মতো অভিভাবক।
মেশকাত মিশু/আরএআর