জবিতে পাণ্ডুলিপি প্রকাশ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন ছয়টি পাণ্ডুলিপি প্রকাশে লেখকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের উদ্যোগে উপাচার্যের সভাকক্ষে পাণ্ডুলিপি প্রকাশের এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
পাণ্ডুলিপিগুলো হচ্ছে- সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিপ্রা সরকার রচিত ‘বাংলাদেশের একটি গ্রাম : জাতিবর্ণ ব্যবস্থা’, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল রচিত ‘বঙ্গবন্ধুর বাকশাল কর্মসূচি : কুরআন সুন্নাহর আলোকে একটি মূল্যায়ন’, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দিন রচিত ‘টেক্সেশান ইন বাংলাদেশ’, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. শামীম আরা রচিত ‘মোহাম্মদ মনিরুজ্জামানের কবিতা : বিষয় বৈচিত্র ও শিল্পরূপ’, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী এফ এম রেজোয়ান রচিত ‘রাগ-সন্দর্শন’ এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস রচিত ‘সাব-অল্টার্ন তত্ত্ব : উদ্ভব, বিকাশ ও প্রভাব’।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমসহ আরও অনেকে।
এমটি/জেডএস