গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা বাড়াতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সামাজিক চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা বাড়ানোয় সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি জিবি) প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উপাচার্য এসব কথা বলেন।
আইবিএ’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. জাওয়াদুর রহিম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইবিএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। পেশাগত দক্ষতা বাড়াতে আইবিএ’র পিজিডি-জিবি প্রোগ্রামের মতো বিশ্ববিদ্যালয়ে আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিজিডি-জিবি কোর্স চালুর ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করায় তিনি অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
উপাচার্য আরও বলেন, এ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তৈরি পোশাক শিল্প (আরএমজি) খাতে পেশাগত দক্ষতা ও গুণগত মান অর্জনে সক্ষম হবে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ, উন্নত ও অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। এক্ষেত্রে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করতে উপাচার্য গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান।
এইচআর/এসএসএইচ