শিক্ষার্থী পরিবহনে চলবে ঢাকা কলেজের ৪ বাস
দীর্ঘ প্রায় দেড় বছর পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির সশরীরে ক্লাস শুরু হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব আয়োজন।
শিক্ষার্থী পরিবহনে ইতোমধ্যে চারটি বাস চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার ঢাকা কলেজের পাঠ পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে পরিবহন চলাচলের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ১২ সেপ্টেম্বর সকাল ৬ টা থেকে ঢাকা কলেজ থেকে চারটি বাস শিক্ষার্থী পরিবহনে চার রুটে যাতায়াত করবে।
রুটসমূহ হলো
১. ঢাকা কলেজ (সকাল ৬টা)→আসাদগেট→মিরপুর ১→মিরপুর ১০ (সকাল ৭টা)→ঢাকা কলেজ।
২. ঢাকা কলেজ (সকাল ৬টা)→গুলিস্তান ফ্লাইওভার →শনির আখড়া →সাইনবোর্ড ( সকাল ৭টা ১০)→ঢাকা কলেজ।
৩. ঢাকা কলেজ (সকাল ৬টা)→হাতিরঝিল→ মধ্যবাড্ডা ইউলুপ (সকাল ৭টা ১০)→ঢাকা কলেজ।
৪. ঢাকা কলেজ (সকাল ৬টা)→ মৎস্যভবন→ খিলগাঁও ফ্লাইওভার→ খিলগাঁও (সকাল ৭টা)→ঢাকা কলেজ।
এ বাসগুলোই ক্লাস শেষে আবার শিক্ষার্থীদের নিয়ে একই রুটে যাতায়াত করবে।
নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব সবকিছু বিবেচনা করেই শিক্ষার্থীদের আনা ও নেয়ার ক্ষেত্রে আপাতত চারটি বাস চালু হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও বাস চালু করা হবে।
আরএইচটি/আরএইচ