বুয়েটে ভর্তি পরীক্ষা সশরীরে, শুরু ২০ অক্টোবর
করোনার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্থগিত থাকা ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন তারিখ অনুযায়ী, আগামী ২০ ও ২১ অক্টোবর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। প্রতিটি পরীক্ষা সশরীরে বুয়েট ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান।
তিনি বলেন, করোনার কারণে বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত ছিল। মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভায় আগামী ২০ অক্টোবর থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা সংক্রান্ত অন্য সব সিদ্ধান্ত বহাল রয়েছে।
এর আগে গত ২২ জুন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয় ভর্তি পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট এক হাজার ২১৫ জন শিক্ষার্থী বুয়েটে ভর্তি হতে পারবেন।
এইচআর/ওএফ