ব্যাটল অব মাইন্ডসের চ্যাম্পিয়ন ঢাবির ‘টিম ফ্যান ক্লাব’
মেধাভিত্তিক প্রতিযোগিতা ব্যাটল অব মাইন্ডসের ১৮তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) দল ‘টিম ফ্যান ক্লাব’।
মাসব্যাপী চলা কেন্দ্রীয় চ্যালেঞ্জ রাউন্ডের পর রোববার ১৮তম আসরের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ফাইনালে বাকি চারটি দলকে পরাজিত করে বিজয়ের মুকুট অর্জন করে ‘টিম ফ্যান ক্লাব’।
বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দল ‘টিম সে আওয়ার নেইম’ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির দল (আইইউটি) ‘টিম এন্টস’ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হিসেবে প্রতিযোগিতা শেষ করেছে।
এ বছর ব্যাটেল অব মাইন্ডস প্রতিযোগীরা আর্থ-সামাজিক বাধা-বিপত্তি, সংস্কৃতি, চাষাবাদ, বর্জ্য ব্যবস্থাপনা ও শক্তি নিয়ে কাজ করে একটি গ্রহণযোগ্য ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করেন।
এবারের বিজয়ী দল প্লাস্টিক বর্জ্য ও বালুর সংমিশ্রণে এক উদ্ভাবনীয় পরিবেশ বান্ধব ইট তৈরির ধারণা ও সামগ্রিক পরিকল্পনা উপস্থাপন করে, যা বাজারে চলমান ইটের তুলনায় অনেকাংশে কম কার্বন নির্গত করবে।
২০০৪ সাল থেকে বিএটি বাংলাদেশ ব্যাটল অব মাইন্ডস পরিচালনা করে আসছে। চলমান মহামারির কারণে এবারের আসর ভার্চুয়ালি হলেও দ্বিতীয়বারের মতো তা সফলভাবে সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
এইচআর/আরএইচ