গ্রিন ইউনিভার্সিটিতে জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম
উচ্চশিক্ষায় গবেষণা কার্যক্রমকে আরও একধাপ এগিয়ে নিতে ‘জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম’ কার্যক্রম শুরু করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশনের উদ্যোগে আয়োজিত এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইজড প্রফেসর ও কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, সিএসই বিভাগের চেয়ারপার্সন ও ক্রিট ডিরেক্টর অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বক্তব্য রাখেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জার্নাল প্রকাশের কাজ চললেও মানসম্মত জার্নাল এখনও তৈরি হয়নি। গ্রিন ইউনিভার্সিটির এ প্রকাশনা নিঃসন্দেহে দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও সুনাম বয়ে আনবে।
উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে তো বটেই, বাংলাদেশের প্রেক্ষাপটেও গবেষণা একটি চ্যালেঞ্জ। সে হিসেবে গ্রিন ইউনিভার্সিটির নবনির্মিত জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম উল্লেখযোগ্য অবদান রাখবে।
নতুন তৈরি করা সফটওয়্যারের নানা দিক তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এ সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরের গবেষণায় নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ২০২০ ও ২০২১ সালে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষকদের প্রকাশিত গবেষণা প্রবন্ধের তথ্য জানানোর পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের গবেষণা কার্যক্রম তুলে ধরেন সিএসই বিভাগের চেয়ারপারসন ও ক্রিট ডিরেক্টর অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ।
ড. মো. সাইফুল আজাদের তত্ত্বাবধানে বিভাগীয় শিক্ষক তানপিয়া তাসনিম, মোজদাহের আব্দুল কাদের ও মোনতাসের আব্দুল কাদের জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
আরএইচ