ঢাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বালন
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সব শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহীন মাতবরসহ প্রমুখ।
কর্মসূচির বিষয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর আহ্বানে আমাদের বাবারা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল। এই লাল সবুজের পতাকার সম্মান আমাদেরই রক্ষা করতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে একাত্তরে পরাজিত পাকিস্তানি অপশক্তির দোসররা বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের দোসররা এখনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলমান রেখেছে। এদের রুখে দিতে রাজপথে সব সময় সোচ্চার থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
সাধারণ সম্পাদক আল মামুন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সতত প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের কালরাতে নিহত সব শহীদদের স্মরণ করছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ ও চেতনাকে হত্যা করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শ ধারণ করে তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি। পাশাপাশি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত মূল কুশীলবদের খুঁজে বের করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করতে হবে।
এইচআর/এসএম