ঢাবিতে মাদকবিরোধী অভিযানে আটক ৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় অভিযান পরিচালনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করে প্রক্টরিয়াল টিম।
আটক শিক্ষার্থীরা হলেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দেব কুমার (২২), একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসকিন (২৪), ইয়াসিন আরাফাত (২৬) ও কহিনুর (২৫)।
বুধবার (৭ জুলাই) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেডিকেল সেন্টারের সামনে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে যদি এসব কাজে জড়িত পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বিভিন্ন সময় অভিযান চালিয়ে আরও ২৫ জনকে আটকের পর শাহবাগ থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হাফিজুরের মৃত্যুর পর শিক্ষার্থীদের মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় তদন্ত কমিটি। এরপর থেকেই বিভিন্ন সময় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল টিম।
এইচআর/এসকেডি