২৮ ভিসির হাত ধরে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পুরানো বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলে উচ্চ শিক্ষার বিস্তারসহ বুদ্ধিবৃত্তিক জাতি গঠনে অবদান রেখে আসছে এ প্রতিষ্ঠানটি। ঐতিহ্য ও গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয় তাই কেবলই উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ নয়, জাতির আশা-আকাক্ক্ষা পূরণের কেন্দ্রস্থলও।
প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২৮ জন উপাচার্য দায়িত্ব পালন করেছেন ঢাবিতে। ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী,
একজন উপাচার্য ৪ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার পি. জে. হার্টগ। তিনি ১৯২০ সালের ১ ডিসেম্বর উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন। সবশেষ ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর থেকে উপাচার্যের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এই তালিকায় বাকিরা হলেন- অধ্যাপক জর্জ হ্যারি ল্যাংলি, স্যার এ. এফ. রাহমান, অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার, অধ্যাপক মাহমুদ হাসান, অধ্যাপক সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, অধ্যাপক ডাব্লিউ. এ. জেনকিন্স, বিচারপতি মোহাম্মদ ইবরাহিম, বিচারপতি হামুদুর রহমান, অধ্যাপক মাহমুদ হুসেইন, অধ্যাপক ওসমান গণি, বিচারপতি আবু সাঈদ চৌধুরী, অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী, অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী, অধ্যাপক এম. শামসুল হক, অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী, এ কে এম সিদ্দিক, অধ্যাপক এম. শামসুল হক, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক শহীদ উদ্দিন আহমেদ, অধ্যাপক এ. কে. আজাদ চৌধুরী, অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক এস. এম. এ. ফায়েজ, অধ্যাপক এ. এফ. এম. ইউসুফ হায়দার, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এইচআর/এসএম