অনলাইনেই নেওয়া হবে জাবির একাডেমিক পরীক্ষা
সরকার ঘোষিত লকডাউনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাডেমিক পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়া হবে। বিশেষ ছুটি কিংবা লকডাউনেও তা অব্যাহত রাখা হবে। এছাড়াও পরীক্ষার সকল ধরনের ফি মওকুফ করা হয়েছে।
সোমবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৭ জুন ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আবদুস সালাম মিঞা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে বিভিন্ন বর্ষ ও পর্বের এবং স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি স্নাতকোত্তর (নিয়মিত) শ্রেণির জন্য অনলাইনে ভর্তির কার্যক্রম চালু থাকবে। এছাড়াও করোনা মহামারির কথা বিবেচনা করে নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন, রিপিটার এবং বিশেষ সকল ধরনের পরীক্ষার ফি মওকুফ করা হয়েছে।
এর আগে গত ৩১ মে অনলাইনে একাডেমিক পরীক্ষা গ্রহণের ব্যাপারে এক অধ্যাদেশের অনুমোদন দেয় জাবি সিন্ডিকেট। সেখানে বলা হয়, সেশনজট কমানোর লক্ষ্যে সরকার ঘোষিত যে কোনো দুর্যোগকালীন সময়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ করা যাবে।
অনলাইনের পরীক্ষা পদ্ধতি হিসেবে তিনটি ধাপের কথা উল্লেখ করা হয় উক্ত অধ্যাদেশে। এর মধ্যে অ্যাসাইনমেন্ট, ওপেন বুক এক্সাম এবং ভাইভা।
খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে একাধিক বিভাগে এই নিয়ম অনুসরণ করে পরীক্ষা গ্রহণ শুরু করেছে।
আলকামা/আরএআর