রাষ্ট্রপতির নামের বানান ভুল লিখল ঢাবি!
রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আচার্যের নামের বানান জানতে গুগল সার্চের প্রয়োজন নেই। আচার্যের নামের বানান শিক্ষিত মহলের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানা বলেই এতদিন ধারণা ছিল সবার। তবে এ ধারণা পাল্টে গেল।
আগামী ১ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে ঢাবির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আচার্য ও রাষ্ট্রপতির নাম আবদুল হামিদের পরিবর্তে লেখা হয় ‘আবদুল হালিম’।
শুক্রবার (১৮ জুন) ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ ভুল দেখা যায়। এতে লেখা ছিল, ‘আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি হবে। এ উপলক্ষে আগামী ১ নভেম্বর ২০২১ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় খেলার মাঠে শতবর্ষের মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মো. আবদুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।’
পরে অবশ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রাষ্ট্রপতির নামের ওই বানান ঠিক করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির নামের বানানে ভুল হলো কেন- জানতে চাইলে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এটি ‘অনাকাঙ্ক্ষিত’। তিনি বলেন, ‘এটা তো হওয়ার কথা নয়। খুবই অসতর্ক কাজ করেছে, এখনই সংশোধন করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে আমি বিষয়টি জানাচ্ছি।’
ভুলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম ঢাকা পোস্টকে বলেন, ‘এটা হয়তো টাইপিং মিসটেক (ছাপার ভুল) হতে পারে। মূল বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির নাম সঠিকভাবে দেওয়া হয়েছে।’
এইচআর/আরএইচ/জেএস