করোনায় বৃত্তি প্রদানে জবি শিক্ষার্থীদের তালিকা আহ্বান
করোনা মহামারির কারণে বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে সকল বিভাগ ও ইন্সটিটিউট থেকে শিক্ষার্থীদের তালিকা আহ্বান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষ ব্যতীত অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৫% শিক্ষার্থীর তালিকা আগামী ২৩ জুনের মধ্যে রেজিস্ট্রারের নিকট হার্ডকপি ও ই-মেইলে ([email protected]) সফটকপি পাঠানোর জন্য বলা হয়। তালিকা পাঠানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের পিতার বার্ষিক আয়, মাতার বার্ষিক আয়, পিতার অবর্তমানে অন্য অভিভাবকের বার্ষিক আয়, পিতার পেশার বিবরণ, মাতার পেশার বিবরণ, পরিবারের সদস্য সংখ্যা, ছাত্র/ছাত্রীর মেধা, উপস্থিতি ও আচরণ ইত্যাদি দিতে বলা হয়।
এনএফ