মাইলস্টোন কলেজে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

আবহমান সংস্কৃতির চিরায়ত আয়োজনে নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানালো রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ ও মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল।
আমাদের সর্বজনীন লোকজ উৎসব পয়লা বৈশাখ উদযাপন ও বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রাণবন্ত রূপ নেয় উত্তরার ডিয়া বাড়িতে অবস্থিত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের সবুজ প্রাঙ্গণ।
এ উপলক্ষ্যে মাইলস্টোন কলেজের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলা বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশিত নাচ, গান, আবৃত্তি, নাটিকা ও নানাবিধ দেশাত্মবোধক পরিবেশনা উপস্থিত সবাইকে মনে করিয়ে দেয় আমাদের গৌরবময় লোকসংস্কৃতির কথা।
মাইলস্টোন কলেজ ও মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল’ ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান (অব.) এবং প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার প্রমুখ।
অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখ মাসের প্রথম দিনটি উদযাপন বাঙালির ঐতিহ্যগত সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমাদের অস্তিত্বের সঙ্গে বহুকাল থেকে মিশে আছে।
তিনি আরও বলেন, নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন কিছু স্বপ্ন। নিয়মিত জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা এই স্বপ্ন ও সম্ভাবনার সঙ্গে একাত্মতা প্রকাশ করবে যা তাদের সামনের দিনগুলোকে করবে আরও সুন্দর এবং সাফল্যময়।
এমএন