রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ ও সম্পাদক আলজাবের

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) ২০২৪-২৫ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চ্যানেল-২৪ (অনলাইন)-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সোহাগ আলী সভাপতি ও সময়ের আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলজাবের আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে অবস্থিত রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সদ্য বিদায়ী সভাপতি লাবু হক ও সাধারণ সম্পাদক মারুফ হাসান ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি রায়হান ইসলাম (বাংলাদেশ প্রতিদিন) ও আছিয়া খাতুন (খোলা কাগজ/বার্তা ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক নূরআহসান মৃদুল (দ্য ডেইলি স্টার) ও মাহবুব বিল্লাহ (বাংলাদেশ টুডে), অর্থ সম্পাদক ইবতেসাম শান্ত (দৈনিক আমাদের সময়, পদ্মা টাইমস্), সাংগঠনিক সম্পাদক আলিম খান (সময়ের কণ্ঠস্বর), সহ-সাংগঠনিক সম্পাদক আল ফাহাদ (খবর সংযোগ), প্রশিক্ষণ সম্পাদক আরিফ উজ জামান কোরবান (নিউজজি২৪), দপ্তর সম্পাদক দীন ইসলাম (দৈনিক জনবাণী) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ)।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- ইনসান আলী (ডেইলি ইংলিশ টাইমস্) ও নাজমুল হুদা (যুগের কণ্ঠস্বর)।
এ ছাড়া সদ্যবিদায়ী সভাপতি লাবু হক (বাংলা ট্রিবিউন) ও সাধারণ সম্পাদক মারুফ হাসান (দৈনিক সংবাদ) কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন।
জুবায়ের জিসান/এমজেইউ