৩২-এর প্রজ্ঞাপন বাতিল না করলে বৃহৎ সমাবেশের ডাক ৩৫ প্রত্যাশীদের

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা সর্বনিম্ন ৩২ বছরের প্রজ্ঞাপন বাতিল করে পুরুষদের সর্বনিম্ন ৩৫ ও নারীদের সর্বনিম্ন ৩৭ বছর করার দাবি জানিয়েছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। আগামী ২০ এপ্রিলের মধ্যে এ দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ দৃশ্যমান না হলে আগামী ২৭ এপ্রিল রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বৃহৎ সমাবেশের ডাক দিয়েছেন তারা।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বাস্তবায়নের দাবিতে দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের যৌক্তিক দাবির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারও ৩৫-এর পরিবর্তে ৩২ বছরের প্রজ্ঞাপন জারি করে আমাদের সঙ্গে প্রহসন করেছে, যা আমরা ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছি।
তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে করোনা, সেশনজট, অর্থনৈতিক মন্দা, টানা ১৬ বছর দলীয় বিবেচনায় নিয়োগ, নিয়োগ দুর্নীতি, প্রক্সি, সুপারিশ নানাবিধ কারণে প্রকৃত মেধাবী সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
আমাদের প্রত্যাশা ছিলো, দীর্ঘ ১৬ বছরের লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত নতুন সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫/৩৭ (সুপারিশ) বাস্তবায়ন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত জেনারেশনগুলোকে নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দেবে। কিন্তু বর্তমান সরকার তা না করে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার কারণে বিগত ১৬ বছরে প্রকৃত ক্ষতিগ্রপ্ত জেনারেশনগুল্যে বাদ পরে গেছে অর্থাৎ তারা কোনভাবেই উপকৃত হয়নি।
কেএইচ/জেডএস