গাজায় গণহত্যা বন্ধের দাবিতে চবিতে ছাত্রদলের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমা বিশ্ব ও জায়নবাদীরা ১৯৪৮ সালে বেলফোর ঘোষণার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিনিদের যে নিধনযজ্ঞ শুরু করেছিল, তার চূড়ান্ত পরিণতি আমরা ২০২৫ এসে দেখতে পাচ্ছি। ফিলিস্তিনের মানুষের বাস্তুভিটা ছাড়া করে মানবাধিকারের করব রচনা করা হয়েছে । ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, বরং এটা একটি জায়নবাদী জঙ্গি সংগঠন।
সমাবেশে চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আমরা শান্তি চাই। ফিলিস্তিনের জনগণের সঙ্গে আমরা রয়েছি। আমরা জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক শক্তির কাছে মানবতা ও মানবাধিকার সমুন্নত রাখার দাবি জানাচ্ছি।
চবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মুহসিন। এতে বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আল-আমিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম নজরুল কদীর, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. আল ফোরকান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. শফিকুল ইসলাম, শিক্ষক ড. মোহাম্মদ আমানুল্লাহ প্রমুখ।
আতিকুর রহমান/আরএআর