জাতীয় বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ও মৌন প্রতিবাদ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ এবং শান্তিপূর্ণ মৌন অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনের চত্বরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এসব কর্মসূচি পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত গণহত্যা পরিচালনা ও চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ এবং শান্তিপূর্ণ মৌন অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এতে জাতীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ’র নেতৃত্বে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশ নেন।
আরও পড়ুন
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন ।
আরএইচটি/এমএন