ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ঈদুল ফিতরের ছুটিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রবেশ করতেও পরিচয়পত্র দেখানোর জন্য বলা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঈদুল ফিতর’ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। এই সময়ে বেরোবির সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।
আরও পড়ুন
প্রসঙ্গত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর’ উপলক্ষ্যে ২৩ মার্চ রোববার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং অফিস কার্যক্রম বন্ধ থাকবে ২৮ মার্চ শুক্রবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত।
ছুটি শেষে আগামী ৬ এপ্রিল রোববার থেকে ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম শুরু হবে। চলতি ঈদের ছুটিতেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খোলা থাকবে। ঈদের দিন ক্যাম্পাসের হলগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিপন তালুকদার/এমএন