ছুটি ছাড়াই বিদেশে অবস্থান, চাকরিচ্যুত চবির ২ শিক্ষক

বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার পর দেশে না ফেরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মণ ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত দারিনা কামালকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া, বড় ধরনের জালিয়াতির কারণে এক কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শান্তনু দেব বর্মণ ২০১৭ সালের ৪ নভেম্বর ছুটি নিয়ে কানাডায় পিএইচডি ডিগ্রি নিতে যান। তার ছুটির মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ৩ জানুয়ারি। অপরদিকে রিফাত দারিনা কামাল ২০১৯ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে পিএইচডি ডিগ্রির জন্য কানাডায় যান। তার মেয়াদ শেষ হয় ২০২২ সালের ১৪ জুলাই। তারা দুজনই ছুটি ছাড়াই বিদেশে অবস্থান করছেন।
চাকরিচ্যুতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শান্তনু দেব বর্মণ ও রিফাত দারিনা কামাল বিদেশে যাওয়ার পর আর দেশে ফিরে আসছেন না। তাদেরকে একের পর এক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনও উত্তর দেননি। এজন্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদেরকে অপসারণ করা হয়েছে। শুধু এই দুইজন নয়, আরও অনেক শিক্ষক বিদেশে গিয়ে দেশে ফিরছেন না। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আতিকুর রহমান/এমজে