স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয় কর্মচারীদের ঈদ উপহার দেবে জবি শিবির

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ইদ উপহার বিতরণের ঘোষণা দিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সব কর্মচারীদের ইদ উপহার সামগ্রী উপহার বিতরণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম।
এদিন দুপুর পৌনে দুইটায় শহীদ সাজিদ ভবনে বিশ্ববিদ্যালয়ের সব কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান হবে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সেমাই, দুধ, চিনি, নুডুলস।
বিজ্ঞাপন
জবি শিবির সভাপতি বলেন, ক্যাম্পাসে যারা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন তারা নিম্ন বেতনের। আমরা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করব এবং এ ইদ উপহার দেওয়ার জন্য মহান স্বাধীনতা দিবসকে নির্ধারণ করেছি।
এমএল/এমজে