গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

শান্তি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিক্ষোভে শিক্ষার্থীরা—‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ‘ইসরায়েলের আগ্রাসন রুখে দাও মুসলমান’সহ নানা শ্লোগান দেন।
বিজ্ঞাপন
মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, আমরা মানবতার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের মানুষের প্রতি আমাদের সংহতি জানাতে আমরা রাজপথে নেমেছি।
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, অনেকে আছে বিশ্ব মানবাধিকারের কথা বলে, কিন্তু যখনই প্রশ্নটা ফিলিস্তিনের আসে সবাই নিশ্চুপ হয়ে যায়। সবাই নিরঙ্কুশ সমর্থন জানায় সেই ইহুদি রাষ্ট্রকে। ইহুদি আমেরিকা ও ইসরাইলের এই বর্বর আচরণ আমরা নিন্দা জানাই। আমার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করার জন্য পুরো বিশ্বের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে জবির আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, যখন ফিলিস্তিনের মানুষের উপর বর্বর হামলা করা হয়, নারী, শিশুদের উপর হামলা করা হয়, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা তরুণ সমাজকে বলতে চাই, এই সময়ের খালিদ বিন ওয়ালিদের দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। মুসলমানদেরকে আহ্বান জানাই- আপনারা আপনাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনুন। আমাদের প্যালেস্টাইনকে রক্ষা করুন।
এমএল/এমএসএ