১৭ বছর পর ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদলের দোয়া মাহফিল

২০০৭ সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল এই শিক্ষাঙ্গনটি। তবে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ পালিয়ে যাওয়ার পর টানা ১৭ বছর পর প্রকাশ্যে কর্মসূচি পালন করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। সম্প্রতি শুদ্ধি অভিযানে প্রথমবারের মতো কলেজটিতে ছাত্রদল কমিটি গঠনের পর দোয়া ও ইফতার মাহফিল করেছে ছাত্রদল।
বিজ্ঞাপন
গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে নবগঠিত ছাত্রদল কমিটির উদ্যোগে প্রথমবারের মতো এই উন্মুক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে ছাত্রদল। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
বিজ্ঞাপন
এর আগে ইফতার বিতরণ করেন ছাত্রদল নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সভাপতি রবিন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় ছাত্রদল নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, একটি গোষ্ঠী ছাত্রদলের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনোভাবেই ছাত্রদলের ইমেজ ক্ষুন্ন করা যাবে না। শত নির্যাতন ও প্রতিবন্ধকতা পেরিয়েও ছাত্রদল আদর্শের পথে অবিচল থাকবে।
মো. আমান উল্লাহ আকন্দ/এনএফ