জবিসাসের ইফতারে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিশ্বিবদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৩১৫ নম্বর কক্ষে এই ইফতার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
জবিসাসের ইফতারে প্রথমবারের মতো ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন ক্রিয়াশীল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়াও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোশাররাফ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক প্রমুখ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন।
ইফতার মাহফিলে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি রায়হান হোসেন রাব্বি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীব ও সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা ও সদস্যসচিব সিফাত সাকিব।
বিজ্ঞাপন
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএল/এমএ