চবিসাসের ইফতার, এক ছাদের নিচে সব ছাত্রসংগঠন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এই ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, হালদা গবেষক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল কিবরীয়া।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, আমাদের রাষ্ট্রের চারটি স্তম্ভের অন্যতম একটি হলো গণমাধ্যম। বাংলাদেশে সংবাদমাধ্যমগুলো সঠিক ভূমিকা পালন করতে না পারার কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে। আমাদের দেশে একই ঘটনার সংবাদ বিভিন্নভাবে হয়, অনেক ভুল তথ্য প্রকাশ করা হয় কিন্তু প্রকৃত সত্য তুলে ধরে খুব কম সাংবাদিক সংবাদ করেন। সাংবাদিকদের সকল প্রতিবেদন তথ্যমূলক, অনুসন্ধানমূলক হতে হবে, তাহলেই বাংলাদেশকে আপনারা সঠিক দিকে নিয়ে যেতে পারবেন। সাংবাদিকদের মূল কাজ হলো সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে জাতিকে সঠিক পথের নির্দেশনা দেওয়া।
চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকনুজ্জামানের সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চবি সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী ও নাজমুল হোসাইন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী, ছাত্র অধিকার পরিষদের সদস্যসচিব রোমান রহমান, ইসলামী ছাত্র মজলিশের সভাপতি সাকিব মাহমুদ রুমি, ইসলামি ছাত্র আন্দোলনের সেক্রেটারি আব্দুর রহমান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রকিবুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ঈশা দে। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
আতিকুর রহমান/এমজেইউ