মামলা প্রত্যাহারে ঢাবি ‘প্রক্টরের চাপ’ তথ্যটি অসত্য

শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় করা মামলা প্রত্যাহার করতে ওই নারী শিক্ষার্থীকে প্রক্টরের অনুরোধ বা চাপ প্রয়োগ করার বিষয়টি সত্য নয় বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন কথা জানানো হয়। এমনকি বিষয়টি নিষ্পত্তি করতে হেনস্তাকারীকে তাৎক্ষণিক থানায় পাঠানো এবং মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বুধবার বিশ্ববিদ্যালয় এলাকায় এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার ঘটনায় নারী শিক্ষার্থীর করা মামলা প্রত্যাহার করতে ওই নারী শিক্ষার্থীকেই অনুরোধ বা চাপ প্রয়োগ করেছে। ছড়িয়ে পড়া তথ্যটি ভুল, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডি গতকাল থেকে শিক্ষার্থীর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে হেনস্তাকারীকে তাৎক্ষণিক থানায় প্রেরণ করেছে এবং মামলা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন
এছাড়া ঘটনাটির বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সমাধানের জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রক্টর অফিস। বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ও শেহরীন আমিন ভূইয়া এবং একজন ডেপুটি লাইব্রেরিয়ানের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।
কেএইচ/এসএম