‘শহীদ আবু সাঈদ’ মসজিদে অজুখানা করে দিলো ছাত্রশিবির

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন শহীদ আবু সাইদ মসজিদে আজুখানা নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মসজিদের অজুখানার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রশিবির এর সভাপতি মো. সোহেল রানা ও সেক্রেটারি মো. সুমন সরকার।
জানা যায়, স্থানীয় মুসল্লিরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কমোড়ে ওয়াক্তিয়া নামাজ পড়ার সুবিধার্থে মসজিদ বানিয়ে নামাজ পরেন। তবে কোন আজুখানা না থাকায় কষ্ট করতে হতো। টিউবওয়েলে একজন করে অজু করে নামাজে যাওয়া লাগতো। ওই মসজিদে অজুখানা নির্মাণ করে দেয় ছাত্রশিবির।
আরও পড়ুন
অজুখানা নির্মাণ এর বিষয়ে বেরোবি শাখা ছাত্রশিবিরে সেক্রেটারি মো. সুমন সরকার বলেন, ছাত্রশিবির ছাত্র এবং জনগণের কল্যাণে কাজ করে। দীর্ঘদিন যাবত শহিদ আবু সাঈদ মসজিদে অজু করার অসুবিধা হচ্ছিল, মুসল্লিরা ঠিকঠাকভাবে অজু করতে পারত না। এজন্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এই উদ্যোগটি গ্রহণ করেন। ছাত্রশিবির সবসময় জনসাধারণ ও ছাত্র জন্য কাজ করে এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা বলেন, এ মসজিদে ভালোভাবে অজুর ব্যবস্থাপনা ছিল না। এখানে নামাজ পড়তে এসে দুর্ভোগ পোহাতে হতো। মাত্র দুটি টিউবওয়েল দিয়ে কষ্ট করে মুসল্লিদের অজু করতে হতো। মুসল্লিদের কথা ভেবে আল্লাহর রহমতে আমরা ছোট এই অজুখানা সুন্দরভাবে করে দিতে পেরেছি। আমাদের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
শিপন তালুকদার/এমএসএ