গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে শেষ হলো জবির ভর্তি পরীক্ষা

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সমন্বিত গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার পঞ্চম দিনে ব্যবসায় অনুষদ ‘সি’ ইউনিটের মাধ্যমে শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন ‘সি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হয়। দ্বিতীয় শিফটের পরীক্ষা নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর শুরু হয়। এ শিফটের পরীক্ষা বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হয়ে ৪টা ৪৫ মিনিটে শেষ হয়। উপস্থিতির হার ৮০.৫০ শতাংশ। আসন সংখ্যা ৫২০টি।
আরও পড়ুন
এদিন বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে সব ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে। আশা করি রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে এবং রমজানের পরেই আমরা ভর্তি কার্যক্রম শুরু করব।
এর আগে গত ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ১৪ দিন পর ১৫ ফেব্রুয়ারি ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়েছে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হয়েছে বহুনির্বাচনী ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনী অংশে ২৪ নম্বর, লিখিত অংশের জন্য ৪৮ নম্বর বরাদ্দ ছিল। পাশাপাশি এসএসসি পরীক্ষার জিপিএতে ১২ নম্বর এবং এইচএসসি পরীক্ষার জিপিএতে ১৬ নম্বর গণনা করা হবে।
এমএল/এসএসএইচ