জবিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন তামান্না

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৭ম আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমসে সর্বোচ্চ ৪টি পদক অর্জন করে সেরা খেলোয়াড়ের পদক পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না সুলতানা সুমাইয়া। এ নিয়ে পরপর চার বার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন এ শিক্ষার্থী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে ৭ম আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামান্নার হাতে সেরা খেলোয়াড়ের পদক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
জানা যায়, এ বছর দুইটি খেলায় এই ৪টি পদকের মধ্যে টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন ও টেবিল টেনিসে দ্বৈত খেলাতেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়া ব্যাডমিন্টন এককে রানার্স আপ ব্যাডমিন্টন দ্বৈত খেলায় খেলায় রানার্সআপ পদক অর্জন করেছেন তামান্না। এছাড়া ইসলামিক স্টাডিজ বিভাগ সেরা (ছাত্রী) পুরস্কারও পেয়েছেন। এ নিয়ে সর্বোচ্চ ৫টি পদক অর্জন করায় ছাত্রীদের মধ্যে সেরা খেলোয়াড় পদক পান তামান্না। এর আগে তিনি জবির ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমসে সর্বোচ্চ পদক অর্জন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বিজ্ঞাপন
চারবার সেরা খেলোয়াড় পদক পাওয়ার বিষয়ে তামান্না সুলতানা সুমাইয়া বলেন, আলহামদুলিল্লাহ, এবছরও ছাত্রীদের মধ্যে সেরা খেলোয়াড় পদক পেয়েছি। ইনডোর গেমসের সব ইভেন্টেই পদক অর্জন করেছি। আমাদের বিশ্ববিদ্যালয় খেলার জায়গা কম থাকলেও ইনডোর গেমসে এত জায়গা লাগে না। ইনডোর গেমসের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনোযোগী হলে ও খেলার সুবিধা করে দিলে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক আনা সহজ হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়টির টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ভলিবল খেলায় প্রিয় মুখ তামান্না। ২০১৩ সালে তানকোয়ানডে জুনিয়র ডিভিশনে ব্রোঞ্জ পদক লাভ করেন। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ তিনি সিলভার পদক পান। এছাড়া ২০২২ সালে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমসে যৌথভাবে ব্রোঞ্জ পদক পান তামান্না।
এমএল/এমএন