ডিইউপিডিএফের সভাপতি ইবনু আহমেদ, সম্পাদক সাখাওয়াত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কাজ করা রেজিস্ট্রেশনপ্রাপ্ত ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিইউপিডিএফ) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ইবনু আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাখাওয়াত হোসেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী এক বছরের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
নতুন কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট তপন কুমার সরকার এবং মো. তাফসিরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাহসীন, অর্থ বিষয়ক সম্পাদক মো. তন্ময় আহমেদ, সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা চৌধুরি, দপ্তর সম্পাদক নাইমা ফারিহা এশা, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মাইনুল নবীন, লজিস্টিক বিষয়ক সম্পাদক আলমানি মুস্তাকিম তাহসীন, জনসংযোগ বিষয়ক সম্পাদক সাদিকা খান সারা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক স্নেহা সালসাবিল, প্রচার সম্পাদক রুদাবা জামান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হ্লা শৈ মারমা, অ্যাক্সেসিবিলিটি অ্যাফেয়ার বিষয়ক সম্পাদক সাহাদাত হোসাইন শান্ত, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক সম্পাদক সন্জিত রায়, গবেষণা ও প্রকাশনা সম্পাদক তাসনিম অরিন, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি বিষয়ক সম্পাদক ইয়াসিন আলম, নারী ক্ষমতায়ন বিষয়ক সম্পাদক বদরুন্নেসা বর্ষা, ফান্ড রাইজিং বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া সম্পাদক এইচ এম মশিউর রহমান প্রমুখ।
নতুন কমিটির সভাপতি ইবনু আহমেদ বলেন, ডিইউপিডিএফ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে সহজ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ নতুন কমিটির মূল লক্ষ্য থাকবে, সাধারণ সম্পাদক ও কমিটির সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করা এবং মূলস্রোতের সঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবধান কমিয়ে এনে তাদের যথাযোগ্য অধিকার সুপ্রতিষ্ঠিত করা।
কেএইচ/এসএসএইচ